জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে স্বর্ণসহ ৩ পাচারকারী আটক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৫
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে স্বর্ণসহ ৩ পাচারকারী আটক
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারকালে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।


১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বেলা ১১টায় জয়পুরহাট ২০ বিজিবি'র উপ-অধিনায়ক মেজর আতিক হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।


আটককৃতরা হলেন-পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের রহিদুল ইসলাম (৪০), মঞ্জুর রহমান (৪২) ও ফরিদুল ইসলাম (৪৫)।


তিনি বলেন, একদল সোনা পাচারকারী এদেশ থেকে ভারতে সোনা পাচার করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবি ব্যাটালিয়নের জোয়ানরা বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার উষ্ণা সীমান্তে অভিযান চালায়। এসময় সেখান থেকে ১০টি স্বর্ণবার, ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন ও নগদ ৪৯ হাজার ৩০ টাকাসহ তাদের আটক করা হয়। জব্দ করা মালামালের বর্তমান বাজার মূল্য হবে ১ কোটি ১২ লাখ ৬ হাজার ৪১৯ টাকা। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মালামালসহ আটকদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান উপ-অধিনায়ক মেজর আতিক হাসান।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com