
নওগাঁয় অবৈধভাবেভাবে ইট ভাটা পরিচালনা করায় ইট ভাটা মালিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৪ ফেব্রুয়ারি, বুধবার নওগাঁর মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরার নেতৃত্বে উপজেলার কালুশহর মোড় এলাকায় মেসার্স আর.আর.বি ব্রিকস নামের এক ইট ভাটায় অভিযান পরিচালনা করে ভাটা মালিককে ৭০ হাজার টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার।এছাড়াও অত্র কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া উপস্থিত ছিলেন।
এসময় থানা পুলিশ, মহাদেবপুরের একটি চৌকস দল মোবাইল কোর্টে সহযোগিতা প্রদান করেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা বলেন, অবৈধভাবে ইট ভাটা পরিচালনা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটা মালিককে এ জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশোধনের জন্য মালিকদের সতর্ক করা হয়েছে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/রকি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]