
বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম গোলাপসহ ৫ জুয়াড়িকে আটক করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারি, বুধবার দুপুরে থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই বিকাশ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের হাটলাল গ্রামের ধাপপাড়ায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাটলাল গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম গোলাপ (৫৩), মকবুল হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৫১), মৃত মোহাম্মদ আলীর ছেলে ওবাইদুল হক (৩৫), আব্দুর রশিদের ছেলে জাহিদ হোসেন (২১) ও নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বিবির আধখোলা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৩৬) কে আটক করে।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ১৬ হাজার ৩৬৭ টাকাসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন বলেন, জুয়াড়িদের বিরুদ্ধে থানায় নিয়মিত একটি মামলা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি, বুধবার সকালে তাদেরকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/মনির/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]