কিশোরীর ‘আপত্তিকর’ ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেফতার ১
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ১৪:৫১
কিশোরীর ‘আপত্তিকর’ ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেফতার ১
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের ফকিরহাটে এক কিশোরীর (১৩) গোসলের ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।


এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ১৯ জানুয়ারি, শুক্রবার সকালে একজনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো দুইজনকে আসামি করে মামলা করেছেন।


গ্রেফতার অহিদ মোড়ল (২৮) উপজেলার হোগলডাঙ্গা গ্রামের নিজাম মোড়লের ছেলে। তিনি বিভিন্ন বাড়িতে দিনমজুরের কাজ করতেন।


পুলিশ জানায়, গত ১৩ জানুয়ারি রাত ১টার দিকে ওই কিশোরীর বাড়িতে কে বা কারা দরজার সামনে একটি প্যাকেট রেখে যান। কিশোরীর বাইরে বের হলে ওই প্যাকেটটি দেখতে পান। প্যাকেটটি খুলে তিনি দেখেন একটি চিরকুট ও একটি মেমোরি কার্ড রয়েছে। তখন তিনি চিরকুটটি পড়ে দেখেন, সেখানে লেখা আছে ‘মেমোরি কার্ডে একজন মেয়েকে দেখবেন। ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে মান্দার এলাকার যেকোনো স্থানে একটি সাদা ব্যাগ থাকবে এবং সেখানে ব্যাগের ভেতর একটি চিঠি থাকবে। ওই ব্যাগের মধ্যে দুই লাখ টাকা রেখে চিঠিটি নিয়ে চলে যাবেন। তা না হলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হবে।


এরপর ১৪ জানুয়ারি সকালে কিশোরীর বাবা মেমোরি কার্ডটি চালু করে দেখেন তার মেয়ের গোসলের ছবি ও ভিডিও রয়েছে।


তিনি চিঠির কথামতো ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে একটি ব্যাগে করে কাগজ দিয়ে টাকা বানিয়ে খামে ভরে ওই মান্দারতলা এলাকায় রেখে আসেন। এ সময় তিনিসহ অন্যান্য লোকজন আশপাশে পাহারা দিতে থাকেন। কিছু সময় পর অহিদ মোড়ল ব্যাগটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।


গ্রেফতার অহিদ মোড়ল গোসলের ভিডিও কখন, কীভাবে ধারণ করেছে, তা কিশোরী ও তার পরিবারের লোকজন জানেন না।ভিডিওটি গোপনে ধারণ করা হয়েছে বলে তারা জানান।


ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি পর্নগ্রাফি আইনে মামলা হয়েছে। শুক্রবার আসামিকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মামলাটি তদন্তাধীন রয়েছে।


বিবার্তা/জাহিদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com