
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট রুটে নৌ চলাচল বন্ধ আছে। দৃষ্টিসীমা কমে আসায় মাঝনদীতে দুটি ফেরি আটকে আছে।
১৭ জানুয়ারি, বুধবার ভোররাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নৌ দুর্ঘটনা এড়াতে রাত ১১টার দিকে আরিচা-কাজিরহাট নৌ পথের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।’
‘দৃষ্টিসীমা কমে আসায় আরিচা প্রান্তে ফেরি রোকেয়া ও সুফিয়া এবং মাঝনদীতে যাত্রী ও যানবাহন নিয়ে শাহ আলী ও রুহুল আমিন নোঙর করে আছে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে,’ বলেন তিনি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]