
টাঙ্গাইলে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার, কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৬ জানুয়ারি, মঙ্গলবার স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের কল্যাণের উদ্যোগে জেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণী সভায় স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি পারুল মাহবুবের সভাপতিত্বে ও সাংবাদিক রাশেদ খান রাসেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুরুন্নাহার মিলি, সংগঠনের উপদেষ্টা মো. খাললুর রহমান, সাধারণ সম্পাদক তাবাসসুম খান, শিল্পী ফিরোজ আহমেদ বাচ্চু ও সদস্য মো. ফরহাদ আলী প্রমুখ।
এ সময় সংগঠনের সভাপতি পারুল খান মাহবুব বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে তার ভালোলাগে। এই ভালোলাগা থেকেই মানুষের কল্যাণে মানুষ সংস্থার যাত্রা শুরু হয়েছে।
বিবার্তা/ইমরুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]