দৌলতপুরে হত্যা মামলার প্রধান আসামি সহ গ্রেফতার ২
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ১৫:২৪
দৌলতপুরে হত্যা মামলার প্রধান আসামি সহ গ্রেফতার ২
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে হত্যা মামলার প্রধান আসামি রাশেদুল ইসলাম (৪০) সহ ২ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।


সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১১.১০টায় কুষ্টিয়া শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অপর আসামি নবীর উদ্দিন (৫০)।


এরা দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মৃত বদিয়ার রহমান এবং একই ইউনিয়নের নতুন ঝাউদিয়া গ্রামের মৃত জিন্নাত মণ্ডলের ছেলে।


গ্রেফতার হওয়া আসামিরা দিঘলকান্দি গ্রামের জামাল মোল্লা (৪০) হত্যা মামলার আসামি।


র‌্যাব সূত্র জানায়, গত ২ ডিসেম্বর দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে দিঘলকান্দি গ্রামের মৃত আজগর মোল্লার ছেলে জামাল মোল্লা নিহত হোন। হত্যার এ ঘটনায় দৌলতপুর থানায় রাশেদুল ইসলামকে প্রধান আসামি করে ১০জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫/৬ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয় যার নং ৬।


মামলার সূত্র ধরে র‌্যাব-১২ এর নির্দেশনায় র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল সোমবার গভীর রাতে কুষ্টিয়া শহরে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি রাশেদুল ইসলামসহ অপর আসামি নবীর উদ্দিন কে গ্রেফতার করে।


এরা গ্রেফতার এড়াতে পালিয়ে কুষ্টিয়া শহরে অবস্থান করছিলেন। পরে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করেছে র‌্যাব।


বিবার্তা/শরীফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com