
গাজীপুর মহানগরীর পুবাইলে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুরে গেছে ঝুটের গুদাম।
এর আগে রাত পৌনে ৯টায় হায়দারাবাদ লোকমান মার্কেট এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত পৌনে ৯ টার দিকে সাদ্দামের টিনশেড ঝুটের গুদাম থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই পুরো গুদাম পুড়ে ছাই হয়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সাজেদুল জোয়ারদার জানান, রাত সোয়া ৯টায় টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আধঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে গুদাম পুরোপুরি পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]