চিলমারীতে জাল ভোট দেয়ার চেষ্টা, যুবক আটক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১৭:০৮
চিলমারীতে জাল ভোট দেয়ার চেষ্টা, যুবক আটক
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চিলমারীতে জাল ভোট প্রদানের চেষ্টা করায় এক যুবককে আটক করেছে প্রশাসন।


আটক ওই যুবকের নাম হাসান মাহমুদ। সে উপজেলার ছোট কুষ্টারী এলাকার বদরুল ইসলামের ছেলে।


জানা যায়, উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত থানাহাট এইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে বিকাল ৩টার দিকে ৮নং বুথে হাসান মাহমুদ নামের ওই যুবক ভোট দিতে যায়। এসময় ভোট গ্রহণ কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় তারা যুবককে জিজ্ঞাসাবাদ করতে থাকে। জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর না পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার তাকে আটক করে থানায় সোপর্দ করেন।


চিলমারী মডেল থানার ওসি মোজাম্মেল হক জানান, আটক ওই যুবকের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।


বিবার্তা/রাফি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com