
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) সংসদীয় আসনের খানসামা উপজেলার চকসাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটক হওয়া দুই যুবক হলেন ঐ এলাকার খামার বিষ্ণুগঞ্জ গ্রামের বেলাল ইসলামের ছেলে আসলাম ও হাফিজুর রহমানের ছেলে বিপ্লব ইসলাম।
৭ জানুয়ারি, রবিবার বিকেল ২টা ৫০মিনিটের দিকে ঐ কেন্দ্রে প্রবেশ করে অন্য ভোটারের ভোট দেওয়ার চেষ্টাকালে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পুলিশের সহায়তায় আটক করে তাদের থানায় সোপর্দ করেন।
চকসাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার বলেন, জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আটক দুই যুবককে পুলিশের মাধ্যমে থানায় প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/জামান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]