কালিহাতীতে স্বতন্ত্র প্রার্থীর টাকা বিতরণের ছবি তোলায় সাংবাদিক লাঞ্ছিত, থানায় অভিযোগ
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১৩:৪৪
কালিহাতীতে স্বতন্ত্র প্রার্থীর টাকা বিতরণের ছবি তোলায় সাংবাদিক লাঞ্ছিত, থানায় অভিযোগ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের কালিহাতীতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে । এ ঘটনায় কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


লাঞ্ছিত ওই সাংবাদিকদের নাম মোল্লা মুশফিকুর রহমান মিল্টন, মেহেদী হাসান চৌধুরী মৃদুল ও হারুণ -অর-রশীদ। এদের মধ্যে মুশফিকুর রহমান মিল্টন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।


২ জানুয়ারি মঙ্গলবার বিকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পটল উচ্চ বিদ্যালয় মাঠে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।


জানাগেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পটল বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আবদুল লতিফ সিদ্দিকী জনসভা করেন। জনসভা শেষে স্থানীয় কর্মীদের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী মৃদুল ও বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি হারুণ-অর-রশীদ ছবি তুলে। এতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা ক্ষিপ্ত তাদের উপর আক্রমন করে। এসময় কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন বাঁধা দিতে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়।


লাঞ্ছিতকারীদের মধ্যে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লাল মাহমুদের ছেলে মো. মাসুদের (৩২) নাম জানা গেছে। বাকীদের নাম ঠিকানা জানা যায়নি, এরা সবাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কালিহাতী আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর কর্মী-সমর্থক বলে জানিয়ে স্থানীয়রা।


এ ঘটনায় কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন মুঠোফোনে বলেন, স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর জনসভায় সংবাদ সংগ্রহ করতে তিনিসহ কয়েকজন সংবাদকর্মী ওই জনসভায় যান। সভাশেষে কর্মীদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। মারধরের ওই ছবি ক্যামেরায় ধারণ করলে, ওই কর্মীরা দুই সাংবাদিকের উপর চড়াও হয়।একপর্যায়ে আঘাত করে,তিনি বাঁধা দিলে তাকেও লাঞ্ছিত করা হয়।


তিনি আরো বলেন, এঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন।


এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ফারুকের নিকট জানতে চাইলে তিনি জানান, সাংবাদিকদের লাঞ্ছিত ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/ইমরুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com