
টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীরা বছরের শুরুতেই নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত ।
২ জানুয়ারি, মঙ্গলবার বিকালে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়। বিতরণী উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. রাশেদ খান মেনন রাসেল প্রমুখ।
বিতরণকালে অতিথিরা বলেন, আসুন সবাই মিলে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করি। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।
অতিথিরা আরো বলেন, প্রত্যেকেই নিজ নিজ সাধ্য অনুযায়ী এই ধরনের মহৎ উদ্যোগের সহযোগী হতে পারেন। যদি সমাজের পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে কাজ করতে চান তাহলে এগিয়ে আসুন। যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মানবতার কল্যাণে কাজ করি, তবেই বাংলাদেশ সুখী সমৃদ্ধ দেশে পরিণত হবে।
উল্লেখ্য, টাঙ্গাইল শহরের জেলা সদর বস্তিতে ফ্রেন্ডশিপ স্কুলটি ২০১২ সালে মাত্র ২৯ জন শিশু নিয়ে যাত্রা শুরু হয়। এখন ওই ফ্রেন্ডশিপ স্কুলে প্রায় দুইশত সুবিধাবঞ্চিত হত দরিদ্র, পথ শিশু বিনা বেতনে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে।
একদিন সমগ্র বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছে যাবে এই শিক্ষাসেবা এই স্বপ্ন নিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করেন দেশের অন্যতম ডিজিটাল গণমাধ্যম সিএনআই'র হেড অব নিউজ (সিইও) জুয়েল আহমেদ।
বিবার্তা/ইমরুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]