
রাজবাড়ীতে দায়িত্বে অবহেলা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীর পরিবর্তে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে জাতীয় পার্টির দুই নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
১ জানুয়ারি, সোমবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মোমিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
শাস্তি পাওয়া দুই নেতা হলেন-রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুল হক বাবলু ও যুগ্ম প্রচার সম্পাদক মো. মনির হোসেন।
রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মোমিন বলেন, রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি ও রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনের লাঙল প্রতীকের প্রার্থী অ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ না নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এক জরুরি সভায় হামিদুল হক বাবলু ও মো. মনির হোসেনকে সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তাদের স্থায়ী অব্যাহতির জন্য জাতীয়পার্টির সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে।
বিবার্তা/মিঠুন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]