
গোপালগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বছরের ১ম দিনে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারি, সোমবার গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার, শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানী, বীণাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর্চনা বিশ্বাস, জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র ওঝাসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বছর জেলায় মোট ১১ লাখ ২৫ হাজার ৫৪০ পিস বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এর মধ্যে প্রাথমিকের ৬ লাখ ৮৭ হাজার ৪’শ পিস, মাধ্যমিকে ২ লাখ ৭৪ হাজার ১৮০ পিস, ভকেশনালে ৬২ হাজার ১৮৫ পিস এবং মাদ্রাসায় ১ লাখ ১ হাজার ৯৫৫ পিস বই রয়েছে।
বিবার্তা/সঞ্জয়/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]