সিংগাইরে নির্বাচনি জনসভার অভিযোগে বই উৎসব পণ্ড
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ১৬:২০
সিংগাইরে নির্বাচনি জনসভার অভিযোগে বই উৎসব পণ্ড
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিংগাইরে নির্বাচনি জনসভার অভিযোগে পুনর্মিলনী, বই বিতরণ, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন প্রশাসন।


১ জানুয়ারি, সোমবার দুপুর সাড়ে ১২ টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় মোস্তফা দেলোয়ারা উচ্চ বিদ্যালয় আয়োজিত বই বিতরণ অনুষ্ঠান চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।


বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. মোস্তফা মিয়া বলেন, অনুষ্ঠান চলাকালীন সময় পুলিশ ও প্রশাসনের লোকজন এসে কোন অজুহাত ছাড়াই অনুষ্ঠানটি বন্ধ করার নির্দেশ দেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা মাত্র ১০ মিনিটের মধ্যেই অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন। এতে তারা হতাশ হয়ে পড়েছে।


একাধিক অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই পুলিশ ও প্রশাসনের ঘোষণায় আমরা অনুষ্ঠান থেকে চলে আসি।


এদিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদ মোল্লার সাথে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।


এ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান বলেন, পুনর্মিলনী ও বই বিতরণের অনুষ্ঠানের আড়ালে নির্বাচনী জনসভার অভিযোগে অনুষ্ঠানটি বন্ধ করে দেই। তবে কোনো প্রার্থী বা সমর্থককে অনুষ্ঠানস্থলে পাইনি।


এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী (ভূমি) আব্দুল কাইয়ুম খান বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া ও রাজনৈতিক সমাবেশের অভিযোগ থাকায় অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে।


বিবার্তা/হাবিব/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com