
বাগেরহাটের মোরেলগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আব্দুস সাত্তার তালুকদার (৭০) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন।
১ জানুয়ারি, সোমবার সকালে মোরেলগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর সরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সাত্তার তালুকদার ওই গ্রামের মৃত সুজুর উদ্দিনের ছেলে। তিনি ভাড়ায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের স্ত্রী ফরিদা বেগম জানায়, ঘটনার সময় সকাল সাড়ে ৯টার দিকে তার স্বামী সত্তার তালুকদার বাড়ির বিরোধপূর্ণ সীমানা বেষ্টনীতে কাজ করতে গেলে প্রতিবেশী ফুপাতো ভাই লোকমান শেখের স্ত্রী মনিরা বেগম বাধা দেয়। কিন্তু বাধা উপেক্ষা করলে তাদের মধ্যে বাক বিতণ্ডার সৃষ্টি হয় এতে ক্ষিপ্ত হয়ে মনিরা বেগম ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পরেন সত্তার তালুকদার। পরে সেখান থেকে উঠে ভ্যান চালিয়ে পার্শ্ববর্তী একটি চায়ের দোকানে সাহায্য চাইতে গেলে আবারো মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ভ্যান চালক সাত্তার।
প্রত্যক্ষদর্শী চায়ের দোকানি আলম শেখ জানান, ভ্যান চালক সাত্তার তালুকদার তার নিজের ভ্যানটি চালিয়ে এসে দোকানের একটি বেঞ্চিতে বসতে গেলে মাটিতে পড়ে যান। এ সময় স্থানীয় লোকজন এসে তাকে নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন আরএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন জানিয়েছেন, বাড়ির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সীমানা বেষ্টনীতে কাজ করার সময় বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় সত্তার তালুকদার মারা যায়।
তিনি জানান, নিহত সত্তার শেখের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মনিরা বেগমকে আটক করা হয়েছে।
বিবার্তা/রাজু/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]