
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে দখল করা একটি খাল উদ্ধার করা হয়েছে।
১ জানুয়ারি, সোমবার সকালে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান এ অভিযান পরিচালনা করে খালটি উদ্ধার করেন।
এলাকাবাসী জানায়, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বড় রাঙামাটি শ্মশানঘাট এলাকায় সাইফুল, রসুল ওরফে রাসেল নামের কয়েকজন ব্যক্তি সেখানে ফসলি জমির মাটি কেটে একটি সরকারি খাল ভরাট করে দখল করছিল।
পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে খালটি দখল মুক্ত করেন।
এসময় তিনি সেখানে মাটি খননের একটি ভেকু মিশিন জব্দ করেন।
এ ব্যাপারে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে মধ্যপাড়া খালের এই অংশটি অবমুক্ত করা হয়। দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বলেন তিনি।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]