
বই উৎসবের মধ্য দিয়ে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হল নতুন বছরের প্রথম দিনটি। ১ জানুয়ারি, সোমবার সকালে ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।
সেসময় জেলা শিক্ষা অফিস, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। তাদের মাঝে ছিল উৎসবের আমেজ।
এবছর জেলার ৬ টি উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৯ লক্ষ ৭৭ হাজার ৭’শ ৩৬ ও মাধ্যমিক পর্যায়ে ১৪ লাখ ২৩ হাজার ৮’শ ৫২ টি বই শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে।
বিবার্তা/রায়হান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]