মোংলায় কোডেক এর বার্ষিক সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৬:১৫
মোংলায় কোডেক এর বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলায় কমিউনিটি ডেভেলপমেন্ট কোডেক এর প্রজেক্ট বার্ষিক আপডেট সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর, বুধবার সকাল ১১ টায় মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।


সংস্থাটির স্বপ্নের ঠিকানা প্রকল্পের ব্যবস্থাপক রাগিব আহসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল।


সভায় জানানো হয়, বেসরকারি ওই সেবাদানকারী প্রতিষ্ঠান কর্তৃক মোংলা উপজেলায় ২টি ব্রিজ স্কুল পরিচালনা করা হয়। ওই স্কুল গুলোতে প্রত্যন্ত এলাকার গরিব –অসহায় ৭৩জন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এখন মানসম্মত শিক্ষা গ্রহণ করছেন। সাথে সাথে নানা ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে সাহায্য করা হয় শিক্ষার্থীদের ।


২০২৩ সালে শুরু হওয়া ওই প্রকল্প প্রথম পর্যায়ে ২০২৫ সাল পর্যন্ত পরিচালনা করার বিদেশি সহযোগিতা পেয়েছেন বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে জানান, সুপেয় পানিসহ নানা সমস্যা এখনো বৃদ্ধমান ব্রিজ স্কুলে।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাশ, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক সাংবাদিক নুর আলম শেখ, মোংলা সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মাহবুবর রহমান, সাংবাদিক মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক জাহিদ রানা, স্বপ্নের ঠিকানা প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর সুরেশ রায়, মনিটরিং অফিসার মোঃ শাহী আলম, ব্রিজ স্কুল সুপারভাইজর এম এম মিরাজুল ইসলামসহ স্কুল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সাথে জড়িত অনেকে।


বিবার্তা/জাহিদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com