কুষ্টিয়ায় ৪টি সংসদীয় আসনে ৩১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৩:১৯
কুষ্টিয়ায় ৪টি সংসদীয় আসনে ৩১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় ৪টি সংসদীয় আসনে মোট ৩১জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা।


১৮ ডিসেম্বর, সোমবার সকাল ১০.৩০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপস্থিত প্রার্থীদের হাতের দলীয় প্রতীক সহ অন্যান্য প্রতীক তুলে দেন তিনি।


এসময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন।


প্রথমে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী অ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহকে নৌকা প্রতীক সহ জাতীয় পার্টি, জাসদ ও ওয়াকার্স পার্টি এবং অন্যান্য দলের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। একইভাবে
স্বতন্ত্র প্রার্থীদের হাতেও প্রতীক তুলে দেন তিনি।


এ আসনে ১০জন প্রার্থী নিবাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একইভাবে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ৯জন, কুষ্টিয়া-৩ সদর আসনে ৫জন এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ৭জন প্রার্থীর হাতে দলীয় প্রতীক সহ স্বতন্ত্র প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং অফিসার মো. এহেতেশাম রেজা।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com