মেধাবীদের সন্ধানে 'চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব' এর ব্যতিক্রমী আয়োজন
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০০:৫৯
মেধাবীদের সন্ধানে 'চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব' এর ব্যতিক্রমী আয়োজন
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব তাঁদের ৩৩ বছর পূর্তি উপলক্ষে মেধাবীদের সন্ধানে মুবিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।


১৬ ডিসেম্বর (শুক্রবার) সকালে আজিম-হাকিম স্কুল এ্যান্ড কলেজে মেধাবী ছাত্র-ছাত্রীদের খুঁজে বের করতে ব্যতিক্রমী এই আয়োজনে নির্দিষ্ট সিলেবাসের উপর ৩০টি নৈর্ব্যক্তিক প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়।


পরীক্ষার হলের দায়িত্বে ছিলেন মেধাবীদের সন্ধানে কুইজ প্রতিযোগিতা পরিচালনা পর্ষদের আহ্বায়ক আরিয়ান দিদার, সচিব সাইদুল ইসলাম সজিব, যুগ্ম আহ্বায়ক-মুনছুর মুরাদ, সিফাত, সদস্য মোহাম্মদ পারভেজ, সিদারাতুল মুনতাহা ও কায়ছার। এতে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন আরাফাত হোসেন।


অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সংগঠনের সভাপতি দোস্ত মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল রাইনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমতা শিপিং ও ট্রেডিং এজেন্সির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আজিজুর রহমান। উদ্বোধক ছিলেন রয়েল বিচ রিসোর্টের চেয়ারম্যান মুহাম্মদ জয়নাল আবেদীন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কামাল আহমদ রাজা, সংগঠনের গর্ভণিং বডির চেয়ারম্যান আনোয়ার সাদাত মোবারক, প্রতিষ্ঠাতা খুরশিদ আলম বিপ্লব, সাইফুদ্দিন সাইফ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ আলী জিন্নাহ্, মোরশেদ সোনা, আব্দুর রশীদ, দেলোয়ার হোসাইন, আবদুল লতিফ, আজাদ উদ্দিন শাহিন, মহিউদ্দিন বাদশা, সাইফুল ইসলাম, জে এস সামুন, সাজ্জাদ হোসেন সাকিলসহ প্রমুখ।


পরীক্ষায় ৩৪ টি স্কুল ও মাদ্রাসার প্রায় ৫৫০ জন ছাত্র-ছাত্রী কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।


অনুষ্ঠানে ৩৩ জন কুইজ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।


বিবার্তা/জাহেদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com