
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড শিলখালী এলাকায় অভিযান চালিয়ে ২ জন (দুর্ধর্ষ) অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
২৭ এপ্রিল, শনিবার সকালে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ ওসমান গণি গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, আজ ভোর রাত ৪টার দিকে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওসমান গণি'র নির্দেশনায় এসআই মো. দস্তগীর হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম বাহারছড়ার শীলখালী এলাকায় অভিযান চালিয়ে ২ (দুই) জন দুর্ধর্ষ অপহরণকারীকে গ্রেফতার করে।
আটক বাহাদুর (২৮), উত্তর শীলখালী এলাকার মৃত অলি চাঁন এর ছেলে এবং বাবুলা (৩২), একই এলাকার মোজাহেরুল ইসলাম প্র. গুরুতাইন্না মাইজ্যার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাহাদুর, বাবুলা জানায়, অপহরণকারী হেলাল, মোর্শেদ, বদরুজ সিন্ডিকেটেরনেতৃত্বে দীর্ঘদিন যাবত টেকনাফের বিভিন্ন এলাকা হতে মানুষ অপহরণ করে পাহাড়ে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করে থাকে।
সম্প্রতি টেকনাফে ১০ জন কৃষক (ভিকটিম) অপহরণের ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলার নং নাম্বার-৫৬ যার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. দস্তগীর হোসেন আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানায়।
বিবার্তা/পুণ্য বর্ধন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]