
যুক্তরাজ্যের অনেক ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগ করছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।
২৭ এপ্রিল, শনিবার বিকেলে ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহী তামা-কাঁসা শিল্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ব্রিটিশ হাইকমিশনার বলেন যুক্তরাজ্য বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পের শক্তিশালী বাজার তৈরি করা সম্ভব। যদি ঐতিহ্যবাহী এই তামা কাঁসা শিল্পের রপ্তানির সম্ভাবনা থাকে তবে অবশ্যই আমরা এই শিল্পের প্রসার করতে খুব আগ্রহী।
তিনি আরও বলেন সময়ের সাথে পাল্লা দিয়ে প্লাস্টিক, লোহা ও স্টিলের তৈরি এসব জিনিসপত্র হওয়ায় কাঁসা-পিতল কেনায় বেশ ভাটা পড়েছে। এসব জিনিসপত্র রপ্তানির ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন বলেও বলেন তিনি।
বিবার্তা/শরীফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]