শিরোনাম
নোয়াখালীতে বিআরডিবি কর্মীকে আটক করেছে
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ০০:০৪
নোয়াখালীতে বিআরডিবি  কর্মীকে আটক করেছে
দুদক নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অর্থ আত্মসাতের অভিযোগে নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর ঠক্কর এলাকা থেকে বিআরডিবি’র মাঠ কর্মী মিজানুর রহমান(৪০) কে আটক করেছে দুদক । মঙ্গলবার বিকালে সোনাপুর ঠক্কর এলাকার থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিজানুর রহমান ধর্মপুর ইউনিয়নের নোয়াখালী মৌজা গ্রামের মৃত আলী আকবরের ছেলে।


দুদক সুত্রে জানা যায়, বিআরডিবি’র মাঠ কর্মী মিজানুর রহমান নোয়াখালীতে কর্মরত থাকা অবস্থায় গ্রাহকদের প্রায় ২৫ লাখ টাকা আত্মসাত করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অর্থ আত্মসাতের একটি মামলা হয়েছে।


এদিকে এ অভিযোগের প্রেক্ষিতে মিজানকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এবরখাস্তের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিল। মঙ্গলবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে তাকে ঠক্কর এলাকা থেকে আটক করেছে দুদক। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


দুদক নোয়াখালী উপসহকারী পরিচালক মো. হোসাইন শরীফ বিআরডিবি কর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, সুধারাম মডেল থানার ওসি (তদন্ত)মীর্জা মো: হাসান ও বিআরডিবি কমীকে আটকের বিষয় নিশ্চিত করেছেন।



বিবার্তা/সুমন/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com