নেত্রকোনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৭:১০
নেত্রকোনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহান বিজয় দিবস উপলক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সিধলী বাজার ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে।


১৩ ডিসেম্বর, বুধবার সকাল থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এ ক্যাম্পের আয়োজন করে।


স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ পরিমাপ করা হয়। সেবা প্রদান করেন হেলথ সেন্টার ইনচার্জ ডা. নাঈম উদ্দিন মৌলা।


এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৈলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. জয়নাল আবেদিন , সিধলী জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. সাকাওয়াত হোসেন, আশার সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মো. মহসিন খান, কেন্দ্র ব্যবস্থাপক উজ্জল সরকার।


জেলার আশা বাংলা বাজার হেলথ সেন্টারে প্রায় ৪শ মানুষকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়। এ ছাড়া জেলার মোহনগঞ্জ, কলমাকান্দার সিধলীসহ ১৫টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে সেবা প্রদান করা হচ্ছে।


স্বাস্থ্য ক্যাম্পে এলাকার অসহায় দরিদ্র, শ্রমজীবিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেবা গ্রহণ করেন।


বিবার্তা/জনি/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com