সাভারে বিএনপি ও জামায়াতের ৩০ নেতাকর্মীকে তিন বছরের কারাদণ্ড
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ১৬:১০
সাভারে বিএনপি ও জামায়াতের ৩০ নেতাকর্মীকে তিন বছরের কারাদণ্ড
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বেআইনি সমাবেশ করে বাসে আগুন দেওয়াসহ ভাঙচুরের মামলায় ঢাকা জেলার সাভার থানার বিএনপি ও জামায়াতের ৩০ নেতাকর্মীকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।


১৬ নভেম্বর, বুধবার বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলাম এ রায় দেন।


তাদের দণ্ডবিধির ১৪৩ ধারায় ৬ মাস, ৪২৭ ধারায় ৬ মাস এবং ৪৩৬ ধারায় ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।


রায় ঘোষণার সময় জামিনে থাকা ২৭ আসামি অনুপস্থিত ছিলেন। অপর তিন আসামি মামলার শুরু থেকেই পলাতক। তাদের সবার বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।


দণ্ডিত আসামিদের মধ্যে রয়েছেন-সাবেক কাউন্সিলার মিনহাজউদ্দীন মোল্লা, শফিকুল ইসলাম, শাহজালাল, আমানুল ইসলাম আমান, মো. রাকিব, আলাউদ্দীন, আশিকুর রহমান, মাহমুদুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, ফজল আহমেদ, আফসার মোক্তার, রেজাউল করিম জুয়েল, সাবেক কাউন্সিলার খোরশেদ আলম, ইউনুস খান, মো. নয়ন, শহিদুল ইসলাম, মিজানুর রহমান মিজান, হাসিবুর রহমান, আসাদুজ্জামান টিটু, ইউসুফ হোসেন, শাহনেওয়াজ হাওলাদার, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন, মুসলেমউদ্দীন, আমজাদ হোসেন টুটুল, মো. রাকিব, চান মিয়া, মোহাম্মদ আলী পাঠান, আরিফুল হক সুমন, সাইফুল ইসলাম ও মাহমুদুল মুকুল।


চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল এ তথ্য জানান।


মামলার বিবরণীতে জানা যায়, ২০১৩ সালের ১ এপ্রিল সাভার পৌরসভার শিমুলতলার ঢাকা-আরিচা মহাসড়কে রাত ৮টায় বিএনপি ও ১৮ দলীয় জোটের স্থানীয় নেতা-কর্মীরা মিছিল করেন, রাস্তায় চলাচলকারী যানবাহন ভাঙচুর করেন এবং বাসে আগুন লাগিয়ে দেন।


এ ঘটনায় সাভার থানার সহকারী উপ-পরিদর্শক ফারুক জামান বাদী হয়ে মামলা করেন। ২০১৩ সালের ২৯ জুন পরিদর্শক তদন্ত আমিনুর রহমান চার্জশিট দাখিল। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে ৭ জন আদালতে সাক্ষ্য দেন।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com