মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ৬
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১৬:৫৩
মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ৬
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি-জামায়াতে ডাকা হরতালের দিন রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।


১৪ নভেম্বর, মঙ্গলবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।


বিবৃতিতে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় মো. জাবেদ (৩২), মো. মুন্না (২৬), মো. তারেক (২৭), মো. রাব্বি (২৬), ওসমান গনি (১৮) ও মো. হারুন-অর-রশিদ (৪২) নামের ওই ছয়জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।


গত ২৯ অক্টোবর বিএনপি-জামায়াতে ডাকা হরতালের দিন মোহাম্মদপুর বেড়িবাঁধের তিন রাস্তার মোড়ে অবরোধ করে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই সময় ধারালো অস্ত্র দিয়ে তারা কয়েকজন ব্যক্তি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জখম করে।


ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় দুটি মামলা হয়। র‌্যাব বলছে, গ্রেফতার হওয়া ৬ জন সেসব মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের পর র‌্যাব তাদের থানায় পাঠিয়ে দিয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com