গোপালগঞ্জে মেডিকেল কলেজসহ সর্বমোট ৮৭ টি প্রকল্পের উদ্বোধন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১৫:২৮
গোপালগঞ্জে মেডিকেল কলেজসহ সর্বমোট ৮৭ টি প্রকল্পের উদ্বোধন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ নভেম্বর, মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের ৫২টি ভবন সম্বলিত ৫০০ শয্যা বিশিষ্ট শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ, হাসপাতাল এবং নার্সিং কলেজের উদ্বোধন করেছেন।


এ সময় প্রধানমন্ত্রী আশ্রয়ণ ২ প্রকল্পের পঞ্চম পর্যায়ের ৭৩টি গৃহ ২ শতাংশ জমির সহ ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করেছেন।


এছাড়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, জেলা সমাজসেবা কমপ্লেক্স, ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স, ২৫০ শয্যা বিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, ৪ তলা বিশিষ্ট ১৭টি উচ্চ বিদ্যালয়, সরকারি শিশু পরিবারের ২৫ শয্যা বিশিষ্ট শান্তিনিবাস, গোপালগঞ্জ শিশু একাডেমির শিশু দিবাযত্ন কেন্দ্র, ৫৪টি প্রাথমিক বিদ্যালয়, ৮টি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কেন্দ্রসহ সর্বমোট ৮৭টি প্রকল্পের উদ্বোধন করেন।


গোপালগঞ্জ জেলা কার্যালয় থেকে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমসহ প্রকল্প সংশ্লিষ্টরা সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।


প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর জেলা প্রশাসক উপকারভোগীদের হাতে ৭৩ গৃহের কবুলিয়ত হস্তান্তর করেন এবং পরে শেখ সায়ের খাতুন মেডিকেল কলেজসহ উদ্বোধনকৃত অন্যান্য স্থাপনার ফলক উন্মোচন করে মোনাজাত করেন।


বিবার্তা/সঞ্জয়/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com