ফ্লাইওভার থেকে পুলিশকে টার্গেট করে ককটেল নিক্ষেপ
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ২২:৫৩
ফ্লাইওভার থেকে পুলিশকে টার্গেট করে ককটেল নিক্ষেপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে পুলিশ সদস্যদের টার্গেট করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।


রোববার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।


পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ২০ জনের একটি টিম মগবাজার মোড়ে দায়িত্ব পালন করছিল। হঠাৎ করে মৌচাক ফ্লাইওভারের বাংলামোটরের দিক থেকে পুলিশের পাশে ককটেল দুটি নিক্ষেপ করা হয়।


র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনার তিন মিনিটের মধ্যে র‍্যাবের চারটি টিম মগবাজার ঘটনাস্থলে পৌঁছায়। আমরা সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তারের জন্য কাজ করছি।


এর আগে সকালে উত্তরার হাউজবিল্ডিং এলাকায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।


ওই ককটেল বিস্ফোরিত হয়ে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর বাইরে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন স্থানে অবরোধ সমর্থনকারীদের বিক্ষোভ-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


এদিকে সন্ধ্যায় রাজধানীর মিরপুর ও বাংলামোটরে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পল্লবী সাড়ে এগারোর সেতারা কনভেনশন সেন্টার ও বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনের পুলিশ বক্সের পাশে বাসে আগুন দেওয়া হয়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।


এ ছাড়া বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের নামিয়ে ফেরার পথে মিরপুর বাঙলা কলেজের সামনে বাসটিতে আগুন দেওয়া হয়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com