রূপসায় বাসে আগুন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ২২:৩৪
রূপসায় বাসে আগুন
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির দ্বিতীয় দফায় ডাকা অবরোধের প্রথম দিনেই খুলনার রূপসায় বাসে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। এতে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।


রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের তালিমপুর জামে সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে।


স্থানীয়রা জানায়, মো. জাহাঙ্গীর আলমের মালিকানাধীন খুলনা-মোংলা লোকাল রুটের যাত্রীবাহী বাসটি আজ দুপুরে উপকারভোগীদের নিয়ে উপজেলার বঙ্গবন্ধু কলেজ মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যায়। সেখান থেকে সন্ধ্যায় ফেরার পর চালক অমিত কুমার দাস বাসটি তালিমপুরস্থ নৈহাটী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে রেখে বাড়িতে যায়। এমতাবস্থায় কিছুসংখ্যক ব্যক্তি ভ্যান যোগে এসে বাসে অগ্নি সংযোগ করে পালিয়ে যায়।


রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একদল দুর্বৃত্ত মায়ের আঁচল (খুলনা-ব-৯১৭) বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।


বিবার্তা/তুরান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com