বনানীতে পুলিশ বক্সে ‘ককটেল হামলা’, কনস্টেবল আহত
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১৭:২৬
বনানীতে পুলিশ বক্সে ‘ককটেল হামলা’, কনস্টেবল আহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি-জামায়াতের টানা তিন দিনের অবরোধের প্রথম দিন রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকার পুলিশ বক্সে ককটেল হামলায় এক কনস্টেবল আহত হয়েছেন।


৩১ অক্টোবর, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলের এক আরোহী এই হামলা চালান।


বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।


তিনি জানান, মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে মোটরসাইকেলে কয়েকজন এসে এই হামলা চালায়। ২০ থেকে ২৫ জন বিএনপি নেতাকর্মী স্লোগান দিতে দিতে কয়েকটা মোটরসাইকেলে এসে পুলিশকে লক্ষ্য করে ককটেল মেরে পালিয়ে যায়। এ ঘটনায় একজন কনস্টেবল আহত হন। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।


তিনি বলেন, এ ঘটনায় মামলা হবে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।


ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম খ. মহিদ উদ্দিন বলেন, অবরোধে যারা নাশকতা চালাতে রাস্তায় নেমেছে, তাদের একটি গ্রুপ এই কাজ করেছে বলে ধারণা করছি।


মঙ্গলবার সকাল থেকে সারা দেশে রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধের এই কর্মসূচি শুরু হয়, যা বৃহস্পতিবার পর্যন্ত চলবে।


অবরোধের মধ্যে ঢাকার বিভিন্ন সড়কের মোড়ে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান নিয়ে থাকতে দেখা গেছে। র‌্যাব জানিয়েছে, সারাদেশে তাদের তিন শতাধিক টহল টিম নিয়োজিত আছে।


এছাড়া নাশকতা ঠেকাতে প্রথমবারের মত বিজিবি'র ‘র‍্যাপিড অ্যাকশন টিম-র‍্যাট’ নেমেছে ঢাকার রাস্তায়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com