কুষ্টিয়ায় অবরোধের প্রথম দিন চলছে ঢিলেঢালাভাবে
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১১:১২
কুষ্টিয়ায় অবরোধের প্রথম দিন চলছে ঢিলেঢালাভাবে
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির মহাসমাবেশে হামলা এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথমদিন কুষ্টিয়ায় চলছে ঢিলেঢালাভাবে।


৩১ অক্টোবর, মঙ্গলবার ভোর ৬টা থেকে এ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এরফলে দূর পাল্লার যাত্রীবাহি পরিবহন বন্ধ রয়েছে।


অভ্যন্তরীণ রুটেও সীমিত আকারে চলাচল করছে যাত্রীবাহি পরিবহনসহ অন্যান্য পরিবহন। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় কিছুটা বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। অধিক ভাড়া দিয়ে সিএনজি বা অন্যান্য পরিবহনে উপজেলা শহরগুলোতে যাতায়াত করতে দেখা গেছে অফিসগামী লোকজন সহ সাধারণ যাত্রীদের।


এদিকে, অবরোধ সফল করতে বিএনপির কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। অপরদিকে অবরোধে নাশকতা এড়াতে শহরে পুলিশ মোতায়েনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা নজরদারি লক্ষ্য করা গেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com