পাবনাতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মার অবৈধ বালু উত্তোলন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ২০:১৮
পাবনাতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মার অবৈধ বালু উত্তোলন
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আদালতের নিষেধাজ্ঞা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাবনার পদ্মায় অবৈধ বালু উত্তোলন করছে একশ্রেণীর রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিরা।


নদীর পানি কমার সাথে সাথে সুযোগ সন্ধানী এসব রাজনৈতিক পরিচয়ধারী অবৈধ ব্যবসায়ীরা পাবনা নাজিরগঞ্জ তারাবাড়িয়ার কাতলি, ভাড়ারা, দোগাছি ইউনিয়নের শেষ সীমান্তে এবং কুষ্টিয়ার শুরুর প্রান্তে বিভিন্ন জায়গায় বাংলা ড্রেজার বসিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে বাড়িঘর নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়ছে।


ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেছেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসন দেখেও না দেখার ভান করছে। একাধিকবার বিভিন্ন সংবাদ প্রকাশ ও অভিযোগ জানালেও কোন কাজ হচ্ছে না।


গোয়ালন্দ থেকে পাকশী পর্যন্ত পদ্মা নদীতে কোন বালু মহাল ইজারা প্রদান না করা, সকল প্রকার বালু উত্তোলন বন্ধ ও অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে পাবনা, রাজবাড়ী, কুষ্টিয়ার তিন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নৌ পুলিশ সুপার কে ২৪ ঘণ্টা মনিটরিং করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ।


(রিট পিটিশন নং ৭০৩০/২০২২) হাইকোর্টের নির্দেশ এর বিরুদ্ধে সরকার আপিল করলে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন। রাজবাড়ী ও পাবনা কোথাও কোন লিজ হয়নি।


পাবনা (নাজিরগঞ্জ, নতুন গোয়ালবাড়ি, কাতলি কোল) ও রাজবাড়ী (ধাওয়া পাড়া) উভয় জেলার মধ্যে পাবনার রাজনৈতিক দলের নেতা, এমপি, উপজেলা চেয়ারম্যানের পরিচয় দিয়ে সম্মিলিতভাবে প্রভাব খাটিয়ে অবৈধ বালু উত্তোলন করছে।


বিবার্তা/পলাশ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com