সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, আহত ২৩
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৫৯
সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, আহত ২৩
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ২৩ জন আহত হয়েছেন।


মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের নুনু মিয়া ও হুমায়ূন আজাদের লোকদের মধ্যে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাড়ইল গ্রামের নুনু মিয়া ও হুমায়ূনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর আগে দুপক্ষ একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে, এসব ঘটনায় মামলাও চলছে। দুপক্ষের দ্বন্দ্ব মেটাতে একাধিবার সালিস বৈঠকসহ পুলিশ উদ্যোগও কাজে আসেনি। কয়েক দিন আগে উপজেলা প্রশাসনও দুপক্ষকে নিয়ে আপসের চেষ্টা করে, কিন্তু লাভ হয়নি।


কুলঞ্জ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল ওয়াদুদ বলেন, দুপক্ষ সংঘর্ষে জড়াতে পারে এমন ধারণা তারা আগের দিনই করতে পেয়েছিলেন।


জানা যায়, সংঘর্ষ ও গোলাগুলিতে আহত হয়েছেন নান্নু মিয়া, গৌছ মিয়া, তাজিম আহমেদ, তানিছ, রাবেল, অলিউর রহমান, আব্দুল নূর, রাজিব মিয়া, সুজন মিয়া, মাহিদ মিয়া, ফরসাদ মিয়া, তানভীর, মনি মিয়া, রবিউল, মনসাদ, আবুল কালাম, অমিত হাসান, নুনু মিয়া, বদরুল, হুমায়ুন আজাদ, মহিবুল, রেজা ও সাজ্জুল।


আহতদের প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হাবিব উল্লাহ সরকার এ তথ্য জানিয়েছেন।


দিরাই থানার ওসি কাজী মুক্তাদির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত, এখনো কোন মামলা হয়নি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com