আ.লীগের নেতা আব্দুস সোবহান চৌধুরীর দাফন সম্পন্ন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ২০:৪২
আ.লীগের নেতা আব্দুস সোবহান চৌধুরীর দাফন সম্পন্ন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


২৪ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার সালেহা ইমারত ডিগ্রি কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।


এর আগে বিকেল ৪টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর সোবহান চৌধুরীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়। বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী।


মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরীর জানাজায় উপস্থিত ছিলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।


অন্যদিকে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।


মরহুমের জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, চেয়ারম্যান রেজাউল হক, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সাবেক চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান মটর, সালেহা ইমারত ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান মোল্লা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু সহ মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরীর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ।


এছাড়াও রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন কালে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম আবু সুফিয়ান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।


মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে সন্তানাদি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী দীর্ঘদিন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘদিন থেকে শারীরিকভাবে অসুস্থ ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী।


জানাজার পূর্ব মুহূর্তে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


বিবার্তা/মোস্তাফিজুর/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com