হিলি সীমান্তে দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১৭:৪৬
হিলি সীমান্তে দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট শূন্য রেখায় (ভারত ও বাংলাদেশ) দুই বাংলার দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে।


২৪ অক্টোবর, মঙ্গলবার বিজয়াদশমীতে হিলি সীমান্তের শূন্য রেখায় দুই বাংলার শত শত হিন্দু ধর্মালম্বীদের আগমন ঘটে। তাদের কেউবা পূজা দেখতে, আবার কেউবা তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে এসেছে হিলিতে।


শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিলি সীমান্তের শূন্য রেখায় দু বাংলার শত শত হিন্দু ধর্মাবলম্বীরা দেশের বিভিন্নস্থান থেকে প্রাইভেট কার, মাইক্রোবাস ও পিকআপ, মোটরসাইকেল, চার্জার ভ্যান, অটো ভ্যান করে দর্শনার্থী ও ভক্তরা আসছেন হিলি সীমান্তের জিরো পয়েন্টে।


অপর দিকে ভারতের অভ্যন্তরেও বিভিন্নস্থান থেকে দর্শনার্থীরা এসেছেন ভারতের জিরোপয়েন্টে। এদিকে সীমান্তে কাঁটার তারের বেড়া এবং বিজিবি ও বিএসএফের কঠোর মনোভাবের কারণে এপার থেকে ওপারে যেতে না পারলেও শূন্য রেখায় দুই পাশে দাঁড়িয়ে ভারত ও বাংলাদেশের দর্শনার্থীরা একে অপরকে দেখছে ও ছবি তুলে দুঃখটাকে আনন্দে পরিণত করছে।


হিলি সীমান্তে আসা দর্শনার্থীরা জানান, সীমান্তের কাঁটা তারের বেড়া দিয়ে দুই বাংলাকে ভাগ করে দিলেও আমাদের মনকে তো আর ভাগ করতে পারেনি,আগে তো দুই বাংলা একই ছিল। তাই ভালোবাসার টানে, প্রাণের টানে, নাড়ির টানে তারা ছুটে এসেছেন সীমান্তের শূন্য রেখায়।এছাড়াও তাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে ভারতে। কাঁটাতারের ফাঁক দিয়ে দুর থেকে আত্মীয় স্বজনকে দেখছেন।


দর্শনার্থীরা আরও জানান, যদি একটু ভিতরে এক দিনের জন্য যেতে দিতো তাহলে ভিতরে গিয়ে প্রতিমা দেখা যেতো আত্মীয়-স্বজনের সাথে দেখা করা যেতো এবং মন খুলে কথা বলো যেতো। এক দিনের জন্য হলেও এপার বাংলা ওপার বাংলার মানুষেরা যেন প্রতিমা দেখতে পারে সেই জন্য দুদেশের সরকারের কাছে দাবি জানাচ্ছি আমরা।


হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার অহিদুল ইসলাম জানান, বিভিন্ন উৎসব ও দিবস গুলিতে দুই দেশের অনেক দর্শনার্থীরা হিলি সীমান্তে এসে ভিড় করে। আমরা পর্যায়ক্রমে সবাইকে কাঁটাতারের বেড়ার এপার থেকে কথা বলার সুযোগ দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় এবারের দুর্গা পূজায় গতকাল নবমী থেকে আজ বিজয়া দশমী উপলক্ষ্যে দুপুরের থেকে সীমান্তে দুই দেশের দর্শনার্থীরা আসতে শুরু করে। সন্ধ্যা ৫টা ৩০ মিনিট পর্যন্ত সীমান্তে দর্শনার্থীদের কথা বলার জন্য অপেক্ষা করতে দেখা গেছে বলে জানান তিনি।


বিবার্তা/রববানী/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com