দেড় মাস পর পর্যকটদের জন্য উন্মুক্ত রাঙামাটির ঝুলন্ত সেতু
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ১৭:১৪
দেড় মাস পর পর্যকটদের জন্য উন্মুক্ত রাঙামাটির ঝুলন্ত সেতু
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেড় মাস পানিতে ডুবে থাকার পর জেগে উঠেছে রাঙামাটির অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুটি। সেতুর পাটাতন পুরোপুরি জেগে ওঠায় সেতুটি সংস্কারের করা হয়। পরে সেতুটি ২০ অক্টোবর, শুক্রবার সকালে পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে পর্যটন কর্পোরেশন।


১৯ অক্টোবর, বৃহস্পতিবার সেতুটি জেগে ওঠে। এর আগে ৩ আগস্ট টানা বর্ষণের কারণে কাপ্তাই হ্রদের পানি বাড়লে পানিতে ডুবে যায় সেতুটি।


রাঙামাটি পর্যটন মোটেল ও হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, রাঙামাটি পর্যটন কমপ্লেক্সে অবস্থিত আকর্ষণীয় ঝুলন্ত সেতুটি প্রতি বছর বর্ষায় কাপ্তাই হ্রদের পানি বাড়লে তলিয়ে যায়। এতে সেতটিু বন্ধ থাকার ৮-১০ লাখ টাকা রাজস্ব হারায় সরকার। সেতুটি সচল থাকলে সেখানে পর্যটক প্রবেশে দৈনিক ১০-১৫ হাজার টাকা রাজস্ব আয় আসে।


উল্লেখ্য, ১৯৮৪ সালের দিকে পর্যটকদের আকর্ষণ করতে পর্যটন কর্পোরেশন তবলছড়িতে কাপ্তাই হ্রদের মাঝে দুই পাহাড়ের মাঝখানে ঝুলন্ত সেতুটি তৈরি করে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com