
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১০ মে, শুক্রবার বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তাস বলেছে, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শেষ হয়েছে। বাসটিতে প্রায় ২০ জন যাত্রী ছিল। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে।
কর্তৃপক্ষের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বাসটি আচমকা দিক পরিবর্তন করে এবং সেতুর রেলিং দিয়ে বিধ্বস্ত হয়ে পানিতে প্রায় সম্পূর্ণ ডুবে যায়।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]