
তিব্বতে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় সোমবার (১২ মে) ভোর ৫টা ১১ মিনিটে শিগাতসে শহরের কাছাকাছি এলাকায় অনুভূত হয়।
ভারতের ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) ও চীনা ভূমিকম্প প্রশাসন (সিইএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৯ দশমিক ০২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৪৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, মাত্র ১০ কিলোমিটার গভীরতায়।
ভারতের সংবাদমাধ্যম মিন্ট-এর খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পরপরই চীনা প্রশাসনের পক্ষ থেকে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পটি ছিল অত্যন্ত অগভীর। ফলে পরবর্তী সময়ে আফটারশক বা মৃদু কম্পনের আশঙ্কা রয়েছে।
এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে তিব্বতের টিংরি কাউন্টিতে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ১২০ জনের বেশি মানুষ প্রাণ হারান। টিংরি শহরটি শিগাতসে থেকে প্রায় ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]