
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের ৭নং ওয়ার্ড কমী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের প্রশাদপুর ঈদগাহ মাঠে এ সম্মেলনের আয়োজন করে খলিলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আবু মহিদ গাজী। খলিলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বায়জিত হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুর রহমানের পরিচালনায় সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মাস্টার শাহাদাত হোসেন ও শহিদুল্লাহ গাজী।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাজ্জাক বিশ্বাস, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আবু সুপিয়ান এবং উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক মিন্টু শেখ।
আলোচনা শেষে ওয়ার্ড কমীদের মতামতের ভিত্তিতে সভাপতি হিসেবে আব্দুল মান্নান গাজী, সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল মান্নান বিশ্বাস নির্বাচিত হন।
সম্মেলনে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও তাতীদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/সেলিম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]