
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়া বাংলাদেশি নাগরিক আবদুল মান্নানকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মান্নান ফেনী সদর উপজেলার পদুয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমাদুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুরে বিএসএফের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ কুমারীপাড়া ক্যাম্প কমান্ডার বিজিবির ৫৮ ব্যাটালিয়নের অধীনস্থ খোসালপুর বিওপি কমান্ডারকে অবগত করেন যে, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার সময় একজনকে বিএসএফ আটক করেছে।
বিএসএফ ওই বাংলাদেশিকে ফেরত নেয়ার জন্য বিজিবিকে অনুরোধ করে। একইসাথে ওই ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত বিস্তারিত বিজিবিকে প্রেরণ করে।
বিজিবি বিষয়টি আমলে নিয়ে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করে বিএসএফকে জানায়। পরবর্তীতে সন্ধ্যায় সীমান্ত পিলার ৬১/৭-এস (পিলার) এর নিকট শূন্য লাইন বরাবর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসফের নিকট থেকে গ্রহণ করা হয়।
বিজিবি বিজ্ঞপ্তিতে আরও জানায়, পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নেয়া ব্যক্তিকে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, পরিবারের সদস্যরা আসছেন। আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/সাঈদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]