আইএসপিআরের বিবৃতি
ভারতের হামলায় পাকিস্তানে ১৫ শিশুসহ ৫১ জন নিহত
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১৫:১৫
ভারতের হামলায় পাকিস্তানে ১৫ শিশুসহ ৫১ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পেহেলগামের ঘটনায় চারদিন ভারত-পাকিস্তানের লড়াইয়ে পাকিস্তানের ৪০ বেসামরিক ও ১১ সেনাসহ মোট ৫১ জন নিহত হয়েছেন বলে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে।


সোমবার (১২ মে) পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ৬ ও ৭ মে রাতে ভারতের সশস্ত্র বাহিনী ‘বিনা উস্কানিতে’ নারী, শিশু ও বয়স্ক মানুষসহ নিরপরাধ বেসামরিকদের লক্ষ্যস্থল করে হামলা চালিয়েছে।


এক বিবৃতিতে আইএসপিআর বলেছে, “এই বর্বর হামলায় ৪০ জন বেসামরিক শহীদ হয়েছেন। তাদের মধ্যে সাতজন নারী ও ১৫ জন শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২১ জন। তাদের মধ্যে ১০ জন নারী ও ২৭ জন শিশু।”


পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, ভারতের হামলায় তাদের মোট ১১ সেনা নিহত ও ৭৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন পাকিস্তান সেনাবাহিনীর সদস্য আর বাকি পাঁচজন পাকিস্তান বিমান বাহিনীর সদস্য।


গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার জবাবে গত বুধবার ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান শুরু করে ভারত। মাত্র ২৫ মিনিটের অভিযানে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯ সন্ত্রাসী আস্তানায় ২৪টি ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হামলায় অন্তত ৭০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি ভারতের।


অপরদিকে পাকিস্তান দাবি করে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। শনিবার ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা আক্রমণ করার কথা জানায় পাকিস্তান। এদিনই নিজেদের অভিযানের নাম ‘বুনইয়া-নুম-মারছুছ’বলে জানায় তারা।


উভয়পক্ষ পরস্পরের লক্ষ্যস্থলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, ড্রোন হামলা চালায়। পাল্টাপাল্টি এসব হামলায় পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। লড়াই সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে, এমন আশঙ্কা যখন ছড়িয়ে পড়ে তখন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে উভয়পক্ষ অস্ত্র নামিয়ে রাখতে সম্মত হয়।


শনিবার দুই প্রতিবেশীর মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে ভারত ও পাকিস্তান একটি অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com