
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব দিয়েছেন পরিষদের ইউপি সদস্যরা।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের কাছে লিখিত অনাস্থা প্রস্তাব পেশ করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্যরা। লিখিত অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয় প্যানেল চেয়ারম্যান -১ মোঃ আব্দুস সাত্তারকে চেয়ারম্যান দায়িত্ব থেকে অপসারণ করে প্যানেল চেয়ারম্যান-২ মোঃ হাবিবুর রহমান তালুকদারকে দায়িত্ব দেওয়ার জন্য।
জানা যায় ৫ আগস্টের পর থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও দুই ইউপি সদস্য আত্মগোপনে রয়েছেন। তাই দীর্ঘদিন যাবত ১০ জন সদস্য নিয়ে পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গতকাল সোমবার ৮ ইউপি সদস্যের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তারকে পরিবর্তনের পক্ষে মত দেন। এছাড়া অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয় , ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুস সাত্তার প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে দায়িত্বে অবহেলা, নিয়মিত অফিস না করা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে ইউপি সদস্যদের সাথে সমন্বয় করছেন না। এছাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন বরাদ্দে স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতা করছেন বলেও অনাস্থা প্রস্তাবে উল্লেখ করেছেন তারা।
অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারী ইউপি সদস্যরা হলেন,কাকলী রানী তালুকদার, মোছাঃ জেসমিন আক্তার, মোছাঃ রোকেয়া আক্তার, মোঃ হাবিবুর রহমান তালুকদার,সনেট তালুকদার, সুমন চন্দ্র বর্মণ, সুশীল চন্দ্র বিশ্বাস ও আলী উসমান।
এ বিষয়ে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, এ বিষয়ে কিছু জানি না। আমি সুন্দরভাবে পরিষদ চালিয়ে যাচ্ছি। আওয়ামী লীগের একটা চক্র কাজ করছে যাতে সুন্দরভাবে কাজ না করতে পারি।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, 'মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব পেয়েছি। এ বিষয়ে বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'
বিবার্তা/শহীদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]