পঞ্চগড়ে দুই মাথাওয়ালা শিশু ভূমিষ্ঠ : উৎসুক মানুষের ঢল
প্রকাশ : ১৩ মে ২০২৫, ২৩:২৭
পঞ্চগড়ে দুই মাথাওয়ালা শিশু ভূমিষ্ঠ : উৎসুক মানুষের ঢল
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে দুই মাথাওয়ালা এক শিশু ভুমিষ্ঠ হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১১.৩০ টার দিকে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা গ্রামের চা শ্রমিক মাজেদুল ইসলামের স্ত্রী সুরভী আকতার অস্ত্রোপচারের মাধ‍্যমে শিশুটি জন্ম দেয়। জন্মের এক দেড় ঘণ্টা পর শিশুটি মারা যায়।


এদিকে দুই মাথাওয়ালা শিশু জন্মের সংবাদে হাসপাতালের গাইনী ওয়ার্ডে উৎসুক মানুষের ভীড় জমে যায়। হাসপাতালের চিকিৎসকেরা বলছেন, শিশুর মা সুরভী আকতার সুস্থ থাকলেও শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল৷


শিশুটির বাবা পঞ্চগড় সদর উপজেলার অমরখান ইউনিয়ের বাসিন্দা মাজেদুল ইসলাম জানান, এটি আমাদের প্রথম সন্তান। আল্টাসনোগ্রামে দুই শিশুর তথ‍্য জেনে গত শনিবার সন্ধ্যায় স্ত্রী সুরভীকে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকাল ১১.৩০ টার দিকে অস্ত্রোপচারের পর শিশুটির একটি দেহে দুইমাথা দেখেতে পান তিনি। এমন বিরল ঘটনায় হতবাক তিনি ও তার পরিবার। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভীড় জমান শিশুটিকে একনজর দেখার জন্য।


পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের ইতিহাসে এটিই প্রথম দুইমাথা বিশিষ্ট শিশু ভূমিষ্ঠের ঘটনা বলে জানালেন গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক নাসরিন পারভীন। তিনি বলেন, এটি একটি জটিল অপারেশন । আমরা সুষ্ঠভাবে এই অপারেশনটি সম্পন্ন করেছি। মা পোস্ট অপারেটিভ রুমে ভালোই আছেন। আর এটা একটি রেয়ার ঘটনা। প্রতি এক হাজার জনে এমন একটি ঘটনা হতে পারে৷ তবে টুইন বেবি সাধারণত সেল ডিভিশন হয়। সেল ডিভিশন যত আরলিতে হয় ততই ভাল। সেপারেট বেবি হয়। আর সেল ডিভিশন যদি দেরিতে হয় তখন এরকম ঘটনা ঘটে বলে জানান তিনি।


পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আবু সায়েম বলছেন, শিশুটির হার্ট সচল থাকলেও মায়ের গর্ভে ফ্লুইট কমে যাওয়ায় ম‍্যাকোনিয়াম পাস করায় শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। শিশুটিকে অক্সিজেনের সাহায্যে স্কাইনো ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল বলে জানান তিনি।


পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের স্কাইনো ওয়ার্ডের শিশু বিশেষজ্ঞ ডাক্টার মনোয়ারুল ইসলাম বলেন, জন্মের এক ঘণ্টা পর শিশুটি মারা গেছে। শিশুটির পা থেকে বডি পর্যন্ত ঠিক ছিল। বুকটা একটু চওড়া ছিল। বড়ি থেকে দুই ভাগ হয়ে দুইটি মাথা ছিল। এটি মেডিকেলের ভাষায় বলা হয় কনজাং টুইন। বাচ্চাটি ছিল পোস্ট ডেথ। মায়ের গর্ভে ফ্লুইট কমে যাওয়ায় ম‍্যাকোনিয়াম পাস করায় শ্বাসকষ্ট দেখা দিয়েছিল বলে জানান তিনি।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com