সারাদেশ
বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের মানববন্ধন ও পথসভা
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১৬:০৯
বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের মানববন্ধন ও পথসভা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কৃষকের অধিকার নিশ্চিত করা, কৃষিবান্ধব বাজেট ঘোষণার দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন, কিশোরগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৩ মে) সকালে হোসেনপুর নান্দাইল সড়কে গোবিন্দপুর চৌরাস্তায় এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।


উক্ত পথসভায় সংগঠনের নেতা আলাল মিয়া কৃষক ও ক্ষেতমজুরদের বর্তমান সংকট, ন্যায্য মূল্য, ভর্তুকি ও সরকারি সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।


এছাড়াও, সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ কৃষি খাতের উন্নয়নে জরুরি পদক্ষেপের দাবি তুলে ধরেন। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, ধান, আলু, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন খরচের সঙ্গে বিক্রয়মূল্য অসামঞ্জস্যপূর্ণ, ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।


সার, বীজ ও জ্বালানিতে ভর্তুকি বৃদ্ধি, কৃষি উপকরণের দাম বৃদ্ধি কৃষকের উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে, তাই ভর্তুকি জোরদার করার গুরুত্ব আরোপ করেন বক্তারা। এছাড়াও কৃষি ঋণ সহজীকরণ, স্বল্প সুদে ও জামানতবিহীন কৃষিঋণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা। ফসল বীমার আওতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কাটাতে কৃষকদের জন্য বীমা সুবিধা সম্প্রসারণ করা।


কৃষি গবেষণা ও প্রযুক্তিতে বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো ।


আসন্ন বাজেটে তাদের দাবি,



আগামী জাতীয় বাজেটে, কৃষি খাতের জন্য বরাদ্দের ৪০% উন্নয়নমূলক কাজে ব্যবহার করা, বিশেষভাবে: কৃষি অবকাঠামো উন্নয়ন (সেচ ব্যবস্থা, গুদামজাতকরণ, পরিবহন)।
কৃষক বাজার ও বিপণন সুবিধা, সম্প্রসারণ।
কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প,গড়ে তোলা।
যুবকদের কৃষিতে আকৃষ্ট করতে, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করা।
কৃষিই বাংলাদেশের অর্থনীতির কৃষকের মুখে হাসি ফোটাতে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবশ্যই কৃষিবান্ধব নীতি ও বাজেট প্রণয়ন করতে জোর দাবি জানান এ পথ সভায়।



বিবার্তা/রাজু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com