
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
১৩ মে, মঙ্গলবার সকালে উপজেলা খাদ্য খাদ্যগুদাম প্রাঙ্গনে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারানা আফরিন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, উপজেলা চালকল মিল মালিক সমিতির সভাপতি মখলেছুর রহমান বাবু, সম্পাদক জাকির হোসেন জুয়েল প্রমূখ।
উপজেলা খাদ্য বিভাগ জানায়, বোরো মৌসুমে কৃষকদের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৩৩৮ মেট্রিকটন ধান ও চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ২ হাজার ৩২৮ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে।
বিবার্তা/সাহাজুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]