
নড়াইলের তিনটি উপজেলা এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন ও প্রতারণায় খোয়া যাওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করে তা মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অফিসে উদ্ধার করা মোবাইল ফোন ও টাকা ফেরত দেয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক এসআই জয়নুল আবেদীন ও আলী হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন ও প্রতারণায় খোয়া যাওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করেন।
মঙ্গলবার দুপুরে নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছ হন্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)আশরাফুল ইসলাম,জেলা গোয়েন্দা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ মোঃ শাহ দারা খানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
বিবার্তা/শরিফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]