
কুষ্টিয়া শহরের হরিশংকরপুরে পরকীয়া সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে স্ত্রী মেঘলা খাতুন (৩০), দুই শিশু সন্তান কুলসুম (৪) ও জান্নাতকে (২) ধারাল বটি দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার পর মামুন নামে এক যুবক নিজ গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে।
১৩ মে, মঙ্গলবার রাত ৯টার দিকে হরিশংকরপুর এলাকার নিজ বাড়িতে এমন ঘটনা ঘটেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী মেঘলা খাতুন নিহত হয়েছেন। মামুন পেশায় রং মিস্ত্রি এবং সে হরিশংকরপুর এলাকার নবিউলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মামুনের স্ত্রী মেঘলা খাতুন পরকীয়া লিপ্ত ছিল। বেশ কিছুদিন আগে ঢাকায় এক ছেলের সাথে চলে যায়। পরে মেঘলা হরিশংকরপুরে স্বামী মামুনের বাড়িতে ফিরে আসে। মঙ্গলবার রাতে এ নিয়ে স্বামীর সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে স্বামী মামুন প্রথমে তার স্ত্রী মেঘলাকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং দুই মেয়ে কুলসুম ও জান্নাতকেও আছাড় মেরে রক্তাক্ত জখম করে হত্যার চেষ্টা করে। এরপর মামুন নিজের গলায় বটি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
পরে স্থানীয়রা তাদের ৪ জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী মেঘলা খাতুনের মৃত্যু হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজীব হাসান বলেন, ৪ জনকেই আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় মেঘলা নামের এক নারীর মৃত্যু হয়েছে। বাকি ৩জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, পরকীয়ার জেরে স্ত্রী ও দুই কন্যা শিশুকে হত্যা চেষ্টার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করে মামুন নামে এক যুবক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী মেঘলার মৃত্যু হয়েছে। এটি একটি মর্মান্তিক ঘটনা। বিষয়টি তদন্ত করার পর বিস্তারিত জানাযাবে।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]