সরিষাবাড়ীতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও যুবদলের ৬ কর্মীকে পিটিয়ে আহত
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০০:০৬
সরিষাবাড়ীতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও যুবদলের ৬ কর্মীকে পিটিয়ে আহত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ যুবদল কর্মীদের পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আহতরা অভিযোগ করেছেন এটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকদের কাজ। সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের পারাপার গ্রামের তেঁতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে। এতে ছাত্রদল ও যুবদল নেতা সহ ৬ জন আহত হয়েছে।


আহতরা হলেন- ভাটারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নাহিদ (২৫), ৩নং ওয়ার্ড যুবদল নেতা আলমগীর হোসেন (৪০), সোহেল রানা (৩৫), কবির হোসেন (৩০), গোলাম রব্বানী (৪০) সহ ছাত্রদল কর্মী জুয়েল রানা (২২)। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নেন। তারা সকলেই ভাটারা ইউনিয়নের চর হরিপুর ও কালাইছাড়া গ্রামের বাসিন্দা।


আহত ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর ভাটারা পারপাড়া মোড় এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সাংগঠনিক মাদক বিরোধী প্রতিকার ও প্রতিরোধ বিষয়ক আলোচনা শেষ করে বাড়ী ফিরছিলেন। এসময় পারপাড়া তেঁতুলতলা এলাকায় পৌছলে উৎ পেতে থাকা সুলতান মাহমুদ এর নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থকরা হামলা করে। এ সময় বাঁশের লাঠি, লোহার রড ও জিআই পাইপ দিয়ে তাদেরকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহতদের চিৎকারে এলাকাবাসী এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।


আহত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নাহিদ জানান, সম্প্রতি আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ ঘোষণা করার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা বেপরোয়া হয়ে উঠে। আমাদের উপর অর্তকির্ত হামলা করে আমাদের মারধর করেছে।


ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির খান বলেন, এটি কোন রাজনৈতিক বিষয় না। এটি তাদের পারিবারিক বা বাণিজ্যিক বিষয়। বেশ কিছুদিন ধরে তাদের সাথে মাটি বাণিজ্যকে কেন্দ্র করে বিরোধ চলছিলো। আমি খোঁজ নিয়ে দেখব এটা দলীয় কোন বিষয় কি না।


এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদ হাসান বলেন, এ বিষয়ে এখনো কেউ কোন প্রকার অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com