
ভোলায় এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলারডুবিতে জেলের মৃত্যু হয়েছে।
১০ মে, শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ভোলা সদর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতের ব্যক্তির নাম হারুন মাঝি। তিনি সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মৃত জেলের ছেলে রুবেল হোসেন জানান, শুক্রবার ভোররাতে তার বাবাসহ দুই ভাই মেঘনা নদীতে মাছ ধরতে যায়। ভোর সাড়ে ৫টার দিকে একটি বার্জের সঙ্গে তাদের ট্রলারটির ধাক্কা লাগে। এসময় তিনি ও তার ভাই নদীতে পড়ে অন্য জেলে ট্রলারের মাধ্যমে তীরে ওঠে আসলেও বার্জের নিচে পড়ে তার বাবা আটকা পড়েন। দুঘণ্টা পর স্থানীয় জেলেরা বাবা হারুন মাঝির মৃতদেহ উদ্ধার করে।
ভোলা সদর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]